নড়াইল প্রতিনিধি:
সকল পুলিশ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিহত পরিবারের ক্ষতিপূরণসহ সেই পরিবারের ন্যূনতম একজনকে সমপদে নিয়োগ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করাসহ মোট ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে পুলিশের বিভোক্ষ ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নড়াইল পুলিশ লাইনস চত্বরে এ সব কর্মসূচিতে পুলিশের পরিদর্শকসহ বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহন করেন। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা। এ সময় অংশগ্রহনকারীরা অবিলম্বে দাবি বাস্তবায়নের মাধ্যমে কাজের পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

