শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ১২ দিন ব্যাপী কিশোরিদের ফুটবল প্রশিক্ষণ শুরু

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে ১২ দিন ব্যাপী কিশোরিদের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের উদ্যোগে সদর উপজেলার বিছালী ইউনিয়নের বাকড়ী মাঠে ৩০ জন কিশোরী নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।  বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯ টার দিকে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন নড়াইলের জেলা ক্রীড়া অফিসার মো: কামারুজ্জামান।

জানা গেছে, উইনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে ৩০ জন কিশোরী ফুটবলারকে লং শর্টস,হাপ প্যান্ট,ইউনিসেফ ডায়ালগ সম্বলিত জার্সি,ফুটবল খেলার মোজা, বুট,চারটি ফুটবল,দুইজোড়া গোলকীপার গ্লোবস, একজোড়া গোলপোস্ট নেট প্রদান করা হয়। বারো দিনের প্রশিক্ষণে প্রতিদিন নির্ধারিত পরিমাণে নাস্তা ও যাতায়াত বাবদ খরচ প্রদান করা হবে। এমন আয়োজনে কিশোরী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের এক অন্য রকম অনুভূতি প্রকাশ পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল,স্কুলের সভাপতি শংকর পাঠক,ইউনিসেফ নড়াইলের কমিউনিটি মোবিলাইজার আযাদ মোড়লসহ প্রশিক্ষকগণ,ইউনিসেফ নড়াইল সদর উপজেলার কমিউনিটি ফ্যাসিলিটেটরদ্বয়,সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অবিভাবকবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ