শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ৩ দিনব্যাপি  স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলায় ৩ দিনব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাতুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার ও কৃষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মেলার ষ্টল পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। মেলায় মোট ১২টি ষ্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ষ্টল খোলা থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ