শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ৪ দিন নিখোঁজের পর উদ্ধার হলো  এসএসসি পরীক্ষার্থীর লাশ,আটক-৪

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের ৪দিন পর এসএসসি পরীক্ষার্থীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। নিহত পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখ (১৫) উপজেলার চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে।

বুধবার (১০ মে) বিকালে পুলিশ লংকারচর গ্রামের মিরু শেখের বাড়ী পাশের বাগান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে ও স্বরসতী একাডেমীর এসএসসি পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখের সাথে একই গ্রামের সবুর শেখের মেয়ে মাদ্রাসার ছাত্রী ইয়াসমিনের (১৪) মধ্যে প্রেমজ সম্পর্ক ছিল।

তাদের দু’জনের মধ্যে প্রায়ই মোবাইল ফোনে যোগাযোগসহ দেখা-সাাত হতো। তিনটি বিষয়ে পরীক্ষা দেওয়ার পর গত শনিবার রাত ৮টার পর নিখোঁজ হয় সিরাজ।

তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পথেকে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ৩৩২, তারিখ ৯ মে ২০২৩)। বুধবার বিকালে এলাকাবাসি লংকারচর গ্রামের মিরু শেখের বাড়ীর পাশে বাগানের মধ্যে একটি বিকৃত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে নিহত সিরাজের স্বজনরা লাশ সনাক্ত করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ইয়াসমিন, তার পিতা সবুর শেখ, মা ও ভাই জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, এটি একটি হত্যাকান্ড। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ