নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নড়াইল জেলা শাখার ৫১ সদস্য আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে হাফেজ মাওলানা তৈয়েবুর রহমানকে আহ্বায়ক ও মাওলানা মুহাম্মদ তাওহীদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো: সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো: আবুল হোসেন মঙ্গলবার এ কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা তৈয়েবুর রহমান বুধবার নড়াইল জেলা ওলামা দলের কমিটি গঠনের বিষয়টি বুধবার নিশ্চিত করে বলেন, কমিটিতে মাওঃ সৈয়দ মোঃ ফজলুল করিমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাওঃ মোঃ রেজাউল করিম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা খিজির আহমেদ, মাওলানা মোঃ আমিনুর রহমান, ক্বারী মোঃ জাকির হোসেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন, হাফেজ মাওলানা এনায়েতুর রহমান ও মাওলানা মোঃ আজিজুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ৪০ জনকে সন্মানিত সদস্য করা হয়েছে।

