রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইল পৌরসভায় ৮৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার টাকার বাজেট ঘোষণা

আরো খবর

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৮৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮ শ’ ৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দূপুরে নড়াইল পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে পৌরসভার মেয়র আঞ্জুমান আরা এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে ৯ কোটি ৬৪ লক্ষ ২হাজার ৬ শ’ ৩৫ টাকা, উন্নয়ন খাতে ২ কোটি ২ লক্ষ ৪৬ হাজার ২ শ’ ৫৩ টাকা এবং প্রকল্প খাতে ৭৭ কোটি টাকা আয় ধরা হয়েছে।
নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর সভার নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলমসহ পৌর কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ