নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
অ্যাড. এস এম আব্দুল হক (নিউজ টুডে) কে আহবায়ক ও প্রতিনিধি মাহবুবুর রশীদ লাবলু (বাংলা টিভি) কে সদস্য সচিব মনোনীত করে ঐতিহ্যবাহী নড়াইল প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাত ৮টায় সদদ্য সাবেক সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত নড়াইল প্রেসক্লাবের সাধারণ সভায় ২০২৩-২০২৫ মেয়াদের কার্যকরী পরিষদ বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, মলয় কান্তি নন্দী (ডেইলি ইনডিপেনডেন্ট), কাজী হাফিজুর রহমান (সম্পাদক, নড়াইল কন্ঠ), এম মুনীর চৌধুরী (এনটিভি), কার্তিক দাস (দৈনিক বাংলা), মোস্তফা কামাল (আরটিভি), খায়রুল আরেফিন রানা (নিউজ টুয়েন্টি ফোর), জহির ঠাকুর (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪), সুলতান মাহমুদ (দি নিউ এজ), রাজু আহমেদ রাজিব (দৈনিক আইন বার্তা) ও ইমরান হোসেন (এখন টিভি ও বনিক বার্তা)।
সদ্য সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আমাদের সময় ও দি নিউ নেশন এর জেলা প্রতিনিধি এনামুল কবীর টুকু, বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি অ্যাড. তারিকুজ্জামান লিটু, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি খায়রুল আরেফিন রানা, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি জহির ঠাকুর, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি অ্যাড. আজিজুল ইসলাম, যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার মোঃ আল আমিন প্রমূখ।

