নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লে. কর্ণেল (অব.) সাজ্জাদ হোসেনের মনোনয়ন পত্রবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপীল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
লে. কর্ণেল সাজ্জাদ হোসেন বলেন, শুনানি শেষে আপীল মঞ্জুর হয়েছে। মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসন্ন নির্বাচনে নড়াইল-১ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি অংশগ্রহণ করছি।
উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ হোসেন নির্বাচন কমিশনে আপীল করে বিজয়ী হয়েছেন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তাঁর আর কোনো বাঁধা রইল না।

