শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুলের নির্বাচনী সমাবেশ  

আরো খবর

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি:

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের বিশাল নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চ চত্বরে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শহরের রূপগঞ্জ এলাকায় বিশাল মিছিল বের হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

 

জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন-সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

 

বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, নড়াইল-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নূর, জাতীয় শিক্ষক ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক কামরুল ইসলাম আনসারী, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নূরুন্নবী, মুজাহিদ কমিটির নেতা মাহবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুকসহ অনেকে।

 

বক্তারা বলেন, ৫৪ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। জনগণ ভালোকে ভালো বলতে জানেন, খারাপকে খারাপ বলতে জানেন। তাই এবার সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ। এতে নারী, পুরুষসহ সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা আটটি দল একসঙ্গে হয়েছি। যেখানে যে দলের প্রার্থী মনোনীত হবেন, তাকে সবাই মিলে বিজয়ী করতে হবে।

আরো পড়ুন

সর্বশেষ