শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইল-২ আসনে ধানের শীষ পেলেন মনিরুল,শহরে আনন্দ মিছিল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক/ লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
অবশেষে নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। এ খবরে শহরে আনন্দ মিছিল করছে নেতাকর্মি ও সমর্থকেরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নড়াইল-২ আসনের প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন।

 

 

নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম ছাড়াও দলীয় অনেক প্রার্থী মনোনয়নের প্রত্যাশায় নির্বাচনী প্রচারণায় ভোটের মাঠে ছিলেন। এরা হলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ, লন্ডন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তুহিন মোল্যা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ এবং জিয়া সাইবার ফোর্সের জেলা কমিটির উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম প্রিন্স। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক অ্যাড. ড. ফরিদুজ্জামান ফরহাদ এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করে পরাজিত হয়েছিলেন।

 

 

এর আগে গত ৩ নভেম্বর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, নড়াইল-২ আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিকে নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মো. মনিরুল ইসলামের নাম ঘোষণার সাথে সাথে নেতাকর্মি ও সমর্থকদের অংশগ্রহনে শহরে আনন্দ মিছিল বের হয়।

আরো পড়ুন

সর্বশেষ