শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইল -২ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মটর শোভাযাত্রা

আরো খবর

 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইল -২ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা মোঃ তাজুল ইসলামের মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর সহ- সভাপতি ও নড়াইল ২- আসনের এম পি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম শনিবার  বেলা ১১ টায় লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা পৌরসভার ঐতিহ্যবাহী লক্ষীপাশা মোল্যার মাঠ থেকে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে লোহাগড়া বাজার, লক্ষীপাশা চৌরাস্তা,মল্লিকপুর,দিঘলিয়া, নোয়াগ্রাম, সারোল বৌবাজার,তালবাড়িয়া, বয়রা,আমাদা এড়েন্দা,চৌগাছা,দত্তপাড়া,মাদ্রাসা ও মালিবাগ মোড়ে এসে শোভাযাত্রা শেষ হয়।

 

শোভাযাত্রা শেষে মালিবাগ মোড়ে এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেন আমাদের দল ইসলামি জোট করেছে। আমি আশাবাদী ইসলামি জোটের পক্ষ থেকে নড়াইল -২ আসনে হাতপাখা মার্কায় আমি নমিনেশন পাবো ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন মানুষে মানুষে ভাই ভাই, কোন ভেদাভেদ নাই।তারপরেও আমরা বাঙালি আমাদের সংস্কৃতি একই। যার যার ধর্ম সে পালন করছে। নড়াইল-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। নড়াইল উন্নয়নে অগ্রনি ভুমিকা পালন করবো।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন (চরমোনায়) নড়াইল জেলা সভাপতি মাওলানা খাইরুজ্জামান, সেক্রেটারি ডাক্তার এস এম নাসির উদ্দিন। ইসলামিক শ্রমিক আন্দোলন নড়াইল জেলার সভাপতি ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলন নড়াইল জেলা সভাপতি মুফতি মোহাম্মদ ওমর ফারুক, সহ-সভাপতি মওলানা আব্বাস আলী, সাধারণ সম্পাদক মুফতি নিয়াজ মোরশেদ, ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সেক্রেটারি আসিফ মাহমুদ, লোহাগড়া উপজেলার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ খান বেলালি ও সেক্রেটারি মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী যুব আন্দোলনের লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি আব্দুস শুকুর প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ