বিশেষ প্রতিনিধি:নতুন বছর। নতুন ক্লাস। সেইসাথে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ সকালে বই উৎসবের মাধ্যমে জেলার ৫০ লাখ ২০ হাজার ৭৯১জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক। বই পেয়ে তারা বেজায় খুশি। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও।
যশোরে এ বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৩ লাখ ৩৯ হাজার ৫৫১ পিস বইয়ের চাহিদা ছিল। তার শতভাগ হাতে পেয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর মাধ্যমিক পর্যায়ে ৩৬ লাখ ৮১ হাজার ২৪০ পিস বইয়ের চাহিদা ছিল। যার মধ্যে অষ্ট নবম শ্রেণীর ইংরেজি বই বাদে সকল বই এসে পৌঁছেছে। বছরের প্রথম দিনে আজ বই উৎসবের মাধ্যমে সেই বইয়ের সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া হয়েছে।
সোমবার সকাল ৯টায় যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বউ উৎসবের অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
সোমবার সকাল ৯টায় যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বউ উৎসবের অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক যশোর জিলা স্কুলে শিক্ষার্থীদের হাতে বই দিয়ে উৎসবের সূচনা করেন।
বছরের প্রথম দিনে বই পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট জেলা প্রশাসক। তিনি জানান অল্প সংখ্যক যে বই আসেনি তা দ্রুতই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে।
বছরের প্রথম দিনে বই পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট জেলা প্রশাসক। তিনি জানান অল্প সংখ্যক যে বই আসেনি তা দ্রুতই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে।

