কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাজিদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস,উপজেলা জামায়াতে ইসলামীর ছাত্র বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক সম্রাট হোসেন, পূজা পরিষদের নেতা দুলাল সাহা, বনিক সমিতির প্রতিনিধি আব্দুল ওয়াদুদ প্রমুখ।

