শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নাভারণে সাবেক চেয়ারম্যান মিন্নুর নেতৃত্বে ৩০৫ বস্তা চাল লুটের অভিযোগ

আরো খবর

ঝিকরগাছা প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিন্নুর নেতৃত্বে খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ১২ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জনের নামে   থানায় অভিযোগ করা হয়েছে। সুজ্জত আলীর ছেলে ডিলার হাসান আলী (৩২) এ অভিযোগ করেছেন।অভিযুক্তরা হলেন নাভারণ পুরাতন বাজার গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিন্নু (৫০), হাড়িয়া গ্রামের নিকারী খলিল (৫৫), আব্দুর রহিমের ছেলে অসিম (৪০), কিতাব আলীর ছেলে জাহিদ (২৬), বায়সা গ্রামের তরিকুল (৪৫), নাহিদ (৪০), মিলন (৪৫), আব্দুল মজিদের ছেলে শরিফুল (৫০), মতিয়ারের ছেলে হাফিজুর (৫০), চাঁন্দেরপোল গ্রামের আব্দুর রহমানের ছেলে মিজান (৪৫), আসাকের ছেলে সোহাগ ডাক্তার (৪৮) ও বেড়ারুপানি গ্রামের মহব্বতের ছেলে ফন্টু (৪৫)।

স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দীনের স্ত্রী মমতাজ বেগম ও ছেলে নজরুল ইসলাম বলেন, অভিযুক্ত ২০০-২৫০ জন মোটরসাইকেলে চড়ে এসে তালা ভেঙে নছিমন, ইজি বাইক ও ভ্যানে করে চাল এবং প্রতিষ্ঠানের সাইনবোর্ড নিয়ে গেছে। ভেঙেছে টেবিল-চেয়ার।

ডিলার হাসান আলী বলেন, ‘চাল লুট হওয়ার ব্যাপারে ঝিকরগাছা থানায় অভিযোগ করে করেছি। সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আমি বিএনপির লোকজনের ভয়ে কোনো কিছু বলতে পারছি না।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান জানান, উত্তোলনকৃত ৫৪৪ বস্তার মধ্যে ডিলার হাসান আলীর গোডাউনে ২৩৯ বস্তা চাল মজুদ রয়েছে। অবশিষ্ট ৩০৫ বস্তা চাল লুট হয়েছে।তিনি আরো বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৪৪ জন ভোক্তার মাঝে ডিলারকে চাল বুঝিয়ে দিতে হবে।

বিবাদী সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিন্নু বলেন, ‘আমরা রাজনীতি করি। আমাদের বিরুদ্ধে অভিযোগ হতেই পারে। তবে আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম আলী বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো পড়ুন

সর্বশেষ