একাত্তর ডেস্ক::
কয়েক দনিরে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। এরপর রোববার সকালথেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পুরো যশোর
জেলা। টানা বর্ষণে নাকাল হয়েছেন যশোরবাসী।এদিন সকাল থেকে টানা বর্ষণে খানা খন্দের সড়কে জলাবদ্ধতা অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে যাত্রাপথেও বেশ খানিকটা দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এদিকে গরমের নিস্তার মিললেও শহরবাসীকে জলাবদ্ধতাসহ কর্মস্থলে পাড়ি জমাতে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল থেকেই যশোরে শুরু হয় বর্ষণ। কখনো ভারি আবার কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে অবিরাম। এরই মধ্যে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং মনিহার বাস্টান্ডে দেখা যায়, দূর দূরান্তের যাত্রীদেও দূর্ভোগ। বৃষ্টির কারনে যানবহন পেতে এবং গন্তব্যে পৌছাতে বেশ বেগ পেতে হচ্ছে। ফলে স্বাভাবিক চলাচলে বিপাকে পড়েছে যশোরবাসী। বিশেষ করে সড়কে চলাচলকারী স্কুল, কলেজের শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। অনেককে দেখা গেছে বৃষ্টিতে ভিজে কাঙ্খিত গন্তব্যে পৌঁছানোর যানবাহনের জন্য অপেক্ষা করতে। আবার কেউ কেউ কোনো বাস বা রিকশা না পেয়ে বৃষ্টিতে ভিজে হেঁটে যেতে বাধ্য হন গন্তব্যে।

