শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নাগরিকদের জন্য ‘বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা’ জারি করল যুক্তরাষ্ট্র

আরো খবর

অন্য দেশে অবস্থান করা নাগরিকদের জন্য ‘বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে যুক্তরাষ্ট্র। চলমান ইসরায়েল-হামাস দ্বন্দ্বের মধ্যেই বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সতর্কতা জারি করে।

বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বেড়ে যাওয়া এবং আমেরিকানদের বিরুদ্ধে চরমপন্থীদের হামলা ও সহিংসতার শঙ্কা উল্লেখ করে সতর্কবার্তাটি জারি করা হয়।

তবে এই সতর্কবার্তায় এককভাবে বৈশ্বিক কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি। তবে সতর্কবার্তাটি ইসরায়েল-হামাসের মধ্যকার চলমান দ্বন্দ্বের মধ্যেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল।

গেল ৭ অক্টোবর হামাস ইয়াসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় বিমান হামলা শুরু করে। সেখানে কয়েক হাজার লোকের প্রাণ গেছে।

গাজায় একটি হাসপাতালে হামলার নিন্দায় অধিকৃত পশ্চিম তীর, ইরান, জর্ডান, লেবানন ও তিউনিসিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ছে। ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরায়েলের ওপর দোষ চাপিয়েছেন।

তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আর যুক্তরাষ্ট্র বলছে, প্রাপ্ত উপাত্তে দেখা গেছে ইসরায়েল এই হামলায় জড়িত নয়।

টিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে লেবানিজ নিরাপত্তাবাহিনী। পররাষ্ট্র দপ্তর চলতি সপ্তাহে মার্কিন নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্ক করেছিল।

যুক্তরাষ্ট্র শেষ এমন সতর্কতা জারি করেছিল ২০২২ সালে। কাবুলে আল–কায়েদার নেতা আয়মান আল–জাওয়াহিরিকে হত্যার পর সে বছরের আগস্টে যুক্তরাষ্ট্র দেশটির নাগরিকদের জন্য বৈশ্বিক সতর্কতা জারি করেছিল।

আরো পড়ুন

সর্বশেষ