শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনে কেশবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।  বুধবার (৮ অক্টোবর) সকালে কেশবপুর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য হলো “আমি কন্যা শিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”।

 

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলী রানী দাশ,

কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলক্ষ্মকনা শ্যামা বিশ্বাস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী আনিকা জামান প্রাপ্তি, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাঈশা মারজান পূর্ণতা।

বক্তারা বলেন, শিশুরা আগামী দিনের কর্ণধার। শিশুদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, শিক্ষার বিকাশসহ সকল অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে। তবেই এই শিশু কন্যা দিবস উদযাপন সার্থক হবে। শিশু কন্যাদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার জোরদার করতে হবে।

কন্যা শিশুদের কখনো অযন্ত অবহেলা এবং তাদের উপর কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তাদেরকে স্নেহ-মমতা, জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তা-চেতনায় গড়ে তুলতে পারলে আগামী দিনে বিশ্বে তার ইতিবাচক প্রভাব পড়বে। তারই পাশাপাশি শিশুদের ধর্মীয় শিক্ষা দিতে হবে। আমরা বাসযোগ্য ও শিশুবান্ধব পৃথিবী রেখে যেতে চাই। প্রতিটি পরিবার, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান হবে শিশুবান্ধব। আজকের শিশুরাই একদিন বাংলাদেশকে আরও শীর্ষ স্থানে নিয়ে যাবে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রাণভি সিংহ, হিয়া সাহা, গান পরিবেশন করেন অংকিতা বিশ্বাস অর্থী, প্রণালী সিংহ, খুশি অধিকারী, কবিতা আবৃত্তি করেন সামিয়া নেওয়াজ, শাইবা ইসলাম আস্থা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু।

 

এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক পরেশ দেবনাথ, শিশু একাডেমির প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু বাপ্পিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ