নিজস্ব প্রতিবেদক:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫”।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫”।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীলতা প্রকাশের উজ্জ্বল নজির। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন, “এই ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে দেশপ্রেম, শিল্পমনস্কতা এবং আত্মবিশ্বাস তৈরি হয়।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় স্কুলের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, বিদ্যালয়ের পিটিএ কমিটির সদস্য চ্যানেল ২৪ এর সাংবাদিক ইমরান হোসেন এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

