শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনে যশোরে  বিশ্ব শিক্ষক দিবস পালন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: 
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা সংগঠক ও নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রাসূল। তিনি বলেন, “শিক্ষক সমাজই জাতির আত্মা। তাঁদের আদর্শ, সততা ও নিষ্ঠাই একটি নৈতিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মূলভিত্তি।”
তিনি আরও বলেন, শিক্ষা কেবল তথ্য আহরণের মাধ্যম নয়—এটি মূল্যবোধ ও মানবিকতার বিকাশের প্রক্রিয়া। শিক্ষকদের নৈতিকতা, মানবতা ও দেশপ্রেম জাগিয়ে নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
রাজনৈতিক প্রসঙ্গে অধ্যাপক রাসূল বলেন, দেশে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এতে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক জয়নাল আবেদিন, মতিয়ার রহমান, অধ্যাপক আশরাফ আলী, অধ্যক্ষ সাইদুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষক সমাজই প্রধান চালিকাশক্তি। মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠান শেষে শিক্ষক মর্যাদা রক্ষা ও নৈতিক শিক্ষা পুনরুজ্জীবনের আহ্বান জানিয়ে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

আরো পড়ুন

সর্বশেষ