শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনে যশোর মুক্ত দিবস পালন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: আজ ৬ ডিসেম্বর যশোরমুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে দু’দিক থেকে মিত্র ও মুক্তি বাহিনীর আক্রমণে যশোর সেনানিবাস ছেড়ে পালাতে বাধ্য হয় পাকিস্তানী হানাদাররা। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে সর্বপ্রথম স্বাধীন হয় যশোর জেলা।

যশোর মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকালে টাউনহল মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার শোভা যাত্রা উদ্বোধন করেন। শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাউদ দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকর দাস রতনসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ,সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন পেশাজীবী সংসগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ