শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নাভারনে হ্যান্ডবল টুর্নামেন্ট:বেনাপোল ভলিবল একাডেমি চ্যাম্পিয়ান

আরো খবর

এম এ রহিম,বেনাপোল:-বিশ্ব ভালবাসা দিবস ও বসন্তবরন উপলক্ষে যশোরের নাভারন ডিগ্রী কলেজ মাঠে০৮দলীয় ভলিবল টুর্নামেনন্ট অনুষ্টিত হয়েছে।ফাইনাল খেলায় নাভারন খেলোয়ার কল্যান সমিতি ভলিবল একাদশকে২/১সেটে হারিয়ে বেনাপোল ভলিবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।দেশের বিভিন্ন স্থান থেকে আনা খেলোয়ারদের ক্রিড়া নৈপন্যে মুগ্ধ হয় দর্শকেরা।হাজারও দর্শক দৃষ্টি নন্দন খেলাটি উপভোগ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য নাভারন কলেজের অধ্যাক্ষ ইব্রাহিম খলিল।বিশেষ অতিথি শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়ারাব হোসেন, আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেন,সাংবাদিক আমিনুর রহমান,আলহাজ্ব সাইদুল ইসলাম,রুহুল কুদ্দুসকটা,শ্রী দিলীপ কুমার রায়,শ্রী দিলীপ কুমার রায়,রোকনুজ্জামান রিকন,শরিফুজ্জামান, মনিরুজ্জামান মনুসহ ক্রিড়া ব্যাক্তিত্বরা।অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন,বনি,মন্টু,সাইফুল ইসলাম,ইমানুর,আজিজুল ইসলাম,আজাদুর রহমানসহ কিড়্রা সংগঠকেরা।বেনাপোল গাজিপুর ভলিবল একাদশের বিজযী দলের পরিচালক মিরাজ মাহমুদ চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহন করেন। রানার্সআপ পুরস্কারটি গ্রহন করেন নাভারন খেলোয়ার কল্যান সমিতি ভলিবল একাদশের পরিচালক হাফিজুর রহমান,আদাজুর রহমানসহ খেলোয়াররা।নাভারন ভলিবল ক্লাবের আয়োজনে ফাইনাল খেলাটি প্রদর্শিত হয়।খেলার সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ক্রিড়া ব্যাক্তিত্ব সেলিম রেজা।
ম্যানঅবদা ম্যাচ হয় বেনাপোল ভলিবল টিমের সেনা সদস্য মিমাংশ,ম্যান অবদা সিরিজ নির্বাচিত পিডিবি সদস্য টগর হোসেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ