আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল পুরো পশ্চিমবঙ্গ। এ ঘটনার প্রতিবাদে একজোট হয়ে বিক্ষোভ করেছেন টালিউডের শিল্পী-কলাকুশলীরা। শুধু টালিউড না এ ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে বলিউডেও। হত্যার শিকার চিকিৎসকের বিচারের দাবি জানিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর খান, প্রীতি জিনতাসহ আরও অনেকে।
সমাজমাধ্যমে দাবি করেছেন, সময় বয়ে যায়। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। দিল্লির নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গও টেনে আনলেন কারিনা। তিনি লিখেছেন, ‘১২ বছর পরেও একই ঘটনা। একই প্রতিবাদ। কিন্তু আমরা এখনও পরিবর্তনের অপেক্ষা করে চলেছি।’(সূত্র: সমকাল)

