শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নিজ বাসভবনে উৎপাদিত লিচু না খেয়ে এতিমদের মাঝে বিতরণ করলেন ইউএনও

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তি:
মাদরাসায় অধ্যয়নরত পিতা-মাতাহারা এতিম-অনাথ ছাত্র/ছাত্রীদের মাঝে লিচু বিতরণ করেছেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। রবিবার বেলা সাড়ে ১১টায় অফিসের কর্মচারীদের সাথে নিয়ে তিনি সদর উপজেলার তিনটি মাদরাসায় লিচু বিতরণ করেন।

 

উপজেলা পরিষদের নিজ বাসভবনে উৎপাদিত লিচু নিজে না খেয়ে এবং অফিসের কর্মচারীদের না দিয়ে মাদরাসার এতিম-অনাথদের দুঃখ, কষ্টের কথা ভেবে তিনি এই লিচু বিতরণ করেন। যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া এতিমখানা ও বানিয়ারগাতি দাখিল মাদরাসায় প্রথমে ইউএনও মহোদয় লিচু বিতরণ করেন। এসময় তার সাথে মাদরাসার শিক্ষক ও অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানায় যান এবং এতিম-অনাথ ছাত্রদের মাঝে লিচু বিতরণ করেন।

 

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, মাদরাসায় অধ্যয়নরত এতিম-অনাথ ছাত্র-ছাত্রীরা সমাজে নানাভাবে অবহেলিত। তাই পিতা-মাতাহারা এসব ছাত্র-ছাত্রীদের দুুঃখ, কষ্টের কথা মনে করে আমি তাদের মাঝে আমার বাসভবনে উৎপাদিত লিচু বিতরণ করেছি।

আরো পড়ুন

সর্বশেষ