শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নিয়মিত ৪০ দিন মসজিদে নামাজ পড়ে উপহার পেল মণিরামপুরের ২৪ কিশোর

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:মণিরামপুরে টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২৪ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন অভিনব কর্মসূচির আয়োজন করেন সুন্দলপুর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সুন্দলপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে নিয়মিত নামাজ আদায়কারী ওই ২৪ কিশোরের ১০ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও ১০ জনকে গিফট বক্স প্রদান করা হয়।
শুক্রবার সন্ধ্যায় সুন্দলপুর ঈদগাহ ময়দান প্রাঙ্গণে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
আয়োজক কমিটির সভাপতি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সদস্য সিরাজুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সুন্দলপুর বাজার মসজিদের ঈমাম মাওলানা মঞ্জুর আহম্মেদ, ঈদগাহ ময়দানের ঈমাম মাওলানা আবুল বাশার, মাওলানা আনিচুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু প্রমুখ।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, গত জুন মাস থেকে শিশু-কিশোরদের মাঝে শুরু হয় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিযোগিতা। সেখানে শুরুতে ৫৬জন শিশু-কিশোর অংশ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রথম হয়েছে ১০, দ্বিতীয় ০৫ ও তৃতীয় হয়েছে ০৯ জন। আজান হলে নির্ধারিত মসজিদে শিশু-কিশোররা নামাজে অংশ নেয়।

আরো পড়ুন

সর্বশেষ