নিজস্ব প্রতিবেদক: যশোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ধৈর্য্য ধরতে হবে।
তিনি বলেন, আমরা অপেক্ষমান একটি নতুন সূর্যোদয় একটি নতুন বাংলাদেশের জন্য। যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেখছেন। যে স্বপ্নের বীজ তিনি ১৮ কোটি জনগণের মাঝে বপন করেছেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন এবং স্বার্থক করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রোববার বিকেলে দলীয় র্কার্যালয়ের সামনে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপত্বি করেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তব্যের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির প্রতিষ্ঠা সভাপতি আজিজুর রব খান, চৌধুরী শহিদুল ইসলাম নয়ন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদাসহ প্রয়াত সকল নেতাকর্মীকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
এর আগে সকালে দলীয় নেতাকর্মীরা জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন।

