কেশবপুর প্রতিনিধি: নির্বাচনে কোন রকম কারচুপির হলে ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের জাতীয় পার্ঠির প্রার্থী জিএম হাসান। বুধবার কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এখনও পর্যন্ত নির্বাচনী মাঠে সুষ্ট পরিবেশ বজায় রয়েছে। প্রশাসনও অবাধ ও সুষ্ট নির্বাচনের লক্ষে নিরপেক্ষ ভাবে আমাদেরকে সার্বিক ভাবে সহযোগীতা করে যাচ্ছেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি জিএম হাসান বলেন, গত ২২ ডিসেম্বর যশোরে শেখ হাসিনা ডিজিটাল পার্কে প্রধান নির্বাচন কমিশনা‘র সাথে প্রার্থীদের মত বিনিময় কালে বলেছিলাম, সুষ্ট ও অবাধ নির্বাচন না হলে যশোরের ৬টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা তার নেতৃত্বে ভোট বর্জন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ট হবে বলে আমাদের কথা দিয়েছেন। এবারের নির্বাচনে বিজয়ী হতে জাতীয় পার্টির নেতা-কর্মিরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোটারদের সাড়াও মিলছে।
পল্লি বন্ধু এরশাদের লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য কেশবপুর বাসী অপেক্ষায় আছেন। সুষ্ট নির্বাচন হলে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন খানসহ অন্যান্য নের্তৃবৃন্দ। কেশবপুর আসনে ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তারা হলেন, নৌকা প্রতিকের বর্তমান সংসদ শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী আ‘লীগ নেতা কাঁচি প্রতিকের সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা ঈগল প্রতিকের আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের জিএম হাসান।
নির্বাচনে কারচুপির হলে ভোট বর্জন, ঘোষনা জাপা প্রার্থীর

