শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার কারন নেই-সাতক্ষীরায় স্বরাষ্ট্রমন্ত্রী

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি: নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারন নেই, নির্বাচন এলেই মানুষ উৎফুল্ল থাকে। সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে । যারাই নির্বাচন ভন্ডুল করার প্রচেষ্টা করবে, মার্কিন ভিসা নীতি তাদের জন্যই প্রযোজ্য হবে।
শনিবার দুপুরে সাতক্ষীরা সাংবাদিকদের  সাথে মতবিনিময়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথাগুলো বলেন। এর আগে দুপুরে ১টায়  তিনি হেলিকপ্টারযোগে সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে নেমে সাতক্ষীরা পুলিশ লাইনসে  আসেন। তারপরে তিনি জেলা পুলিশ লাইন্সে নব-নির্মিত ইনডোর প্লে-গ্রাউন্ড এর উদ্বোধন করেন।
উদ্ধোধন শেষে তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ  ।দেশের এই উন্নয়ন সারা বিশ্বকে বিস্মিত করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যেকোনো দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে ফলো করার পরামর্শ দিয়েছেন। এরপরে তিনি কালিগজ্ঞ উপজেলার নলতার দিকে রওনা দেন।
বিকালে কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। উদ্ধোধনী অনুষ্ঠানে  খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, সাতক্ষীরা -১আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফল্লাহ,  জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির,  জেলা আ”লীগের সভাপতি ফজলুর হক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ”লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,  সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,  দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ