শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নুসরাত ফারিয়া এখন সিঙ্গেল

আরো খবর

একাত্তর ডেস্ক:    চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন । সম্প্রতি তার ব্যক্তিগত জীবন খবরের শিরোনাম হয়েছে। সেই নুসরাত ফারিয়া এবার জানালেন, ১৫ বছর বয়সের পর একটি দিনও সিঙ্গেল ছিলেন না তিনি।

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন খোলাসা করলেন নায়িকা।

তিনি বলেন, ‘আমি প্রথম প্রেম করেছিলাম ১৫ কিংবা ১৬ বছর বয়সে। ছোটকালের প্রেম। নীল কালিতে ছেলেটা আমাকে চিঠি লিখেছিল। সেখানে খুব সুন্দর একটা গান লেখা ছিল। আমি ভাবলাম, বাহ ছেলেটা তো কবি! কারণ আমি তখন গানটা সম্পর্কে জানতাম না। ওই সময় থেকে গেল ৩ ডিসেম্বর পর্যন্ত, আমি আমার জীবনে একদিনও সিঙ্গেল ছিলাম না’।

নুসরাত ফারিয়া জানালেন, বর্তমানে তিনি পুরোপুরি সিঙ্গেল। দারুণ উপভোগ করছেন একা থাকা।

এর আগে রনি রিয়াদ রশিদ নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। ২০২০ সালের ২১ মার্চ তারা বিয়ের জন্য আংটি বদলও করেন। তবে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে নায়িকা জানান, বিয়েটা আর হচ্ছে না। এবার আরও দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করলেন, রনির সঙ্গে তার বিয়ে তো দূরে থাক, প্রেমের সম্পর্কও আর নেই। সূত্র ইন্টার নেট

 

আরো পড়ুন

সর্বশেষ