শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নেতা নয় কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে-শেখ আফিল উদ্দিন এমপি 

আরো খবর

  সাইফুজ্জামান মন্টু,বাগআঁচড়া:যশোর ৮৫-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিলউদ্দিন বলেছেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে তৃণমূল থেকে শুরু করে আমাদের সবাইকে ভাবতে হবে দলের নেতা নয়, খাঁটি কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করেন।  তিনি উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দিতে আহবান জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকালে বাগআঁচড়া হাই স্কুল মাঠে নির্বাচনী প্রচারনায় বিশাল জনসভায় বক্তব্যে তিনি একথা বলেন।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সঞ্চালনায় এমপি আরো বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে আজ মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। যা বর্তমান ডিজিটাল বাংলাদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে। তিনি বলেন, মনে রাখতে হবে কোন স্বাধীনতা বিরোধী অপশক্তি যদি এদেশে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। স্বাধীনতা বিরোধীরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ শতবছর পিছিয়ে যাবে।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান আলেয়া ফেরদৌস,শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান তবি, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল ইসলাম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ লিটন, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, বাগআঁচড়া প্রেক্লাবের সভাপতি সাইফুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন,  বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের  সাভাপতি আলী আহম্মদ, সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদি হাসান অপু প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ