শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নেত্রকোনায় স্কুলছাত্রী হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:”নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণকে হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন স্বদেশ-এইচআরডিএফ-আইন ও সালিস কেন্দ্র-আসক, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, জেলা নাগরিক কমিটি এবং সাতক্ষীরায় কর্মরত বেসরকারি উন্নয়ন ও অধিকার সংগঠনগুলোর সম্মিলিত আয়োজনে ৪ মে ২০২৩ বৃহস্পতিবার সকাল বৃহস্পতিবার ১০টায় শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ‌ সমাবেশ  কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিশোরী স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসব হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে সংখ্যালঘু ও নারী নির্যাতন বন্ধ করা সম্ভব হবে না। দেশে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা না করা গেলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
সমাবেশে মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, বাংলাদেশ জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা আবু তালেব, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, উন্নয়নকর্মী ও সাংবাদিক ফারুক রহমান, উন্নয়নকর্মী ক্রিসেন্টের  আবু জাফর সিদ্দিকী, অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জুরী, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন, জিডিএফ’র ফরিদা আক্তার বিউটি, আশ্রয়ের সরদার গিয়াসউদ্দিন আহমেদ, হেড’র লুইস গাইন, ল’ স্টুডেন্টস ফোরামের সালাউদ্দিন রানা প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে স্থানীয় মানবাধিকারকর্মী, সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি, সাংস্কৃতিক, নারী অধিকার সংগঠন, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ সকল পর্যায়ের সংগঠন‌ ও ব্যক্তিবর্গ সমগ্র কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ