ঝিকরগাছা প্রতিনিধি: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬, কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার এমপি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোরে ছয়টি আসন আওয়ামী লীগকে উপহার দেয়া হবে। শনিবার ঝিকরগাছা বাজার বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শাহীন চাকলাদার বলেন, আগামী সংসদ নির্বাচনে কে মনোনয়ন পাবে
জানিনা, কিন্তু জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তাঁর পক্ষে কাজ করে যশোরে ছয়টি আসন আওয়ামী লীগকে উপহার দেয়া হবে।
এঁর আগে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা জনসভায় রূপ নেয়। বিকাল তিনটা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যান্ড পার্টিসহ ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে। বিকাল পাঁচটা বাজার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
হাজার হাজার মানুষের সমাগম ও স্লোগানে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। অনুষ্ঠানে বিশেষ অথির বক্তব্য রাখেন, সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, সকল গ্রুপ-উপগ্রুপ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এদেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে, দেশে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল এঁর সভাপতিত্বে বক্তব্য
রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান, মনিরুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম জুয়েল, জেলা আওয়ামী লীগ সদস্য, মোস্তফা আশিষ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, মোর্তজা ইসলাম বাবু, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম বুলি, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মাহাবুর হাসান বরি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু প্রমূখ।
