চৌগাছা প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল( অবঃ)অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন এমপি বলেছেন, স্বাধীনতা যুদ্ধে চৌগাছার গৌরব উজ্জল ইতিহাস রয়েছে। তিনি বলেন, মুক্তি যুদ্ধের চেতনা সমন্নত রাখতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মীকে অগ্রণী ভুমিকা রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি সংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের এক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। রবিবার বিকালে মৃধাপাড়া মহিলা কলেজের সভাকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে ও পৌর স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু।
বিশেষ বক্তা হিসাব উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুজ্জামান মিটু,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক অধ্য নূরে আলম সিদ্দিকী মিলন ও শেখ ইনামুল কবির,উপজেলা চেয়ারম্যান অধ্য ড.মোস্তানিছুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু সাঈদ মানিক,যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব বাবু, সাংগঠন সম্পাদক ইমরান হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন,জগদীশ পুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন বিশ্বাস,সাধারণ সম্পাদক তাসিকুল ইসলাম। চৗগাছা উপজেলার পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড সমুহের সদস্য সংগ্রহ নবায়ন উপলক্ষে এই কর্মী সভার আয়োজন করা হয়।

