ঝিকরগাছা প্রতিনিধি:এবার ব্যতিক্রম এক উদ্যোগ গ্রহণ করেছেন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সস্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির।
তিনি চৌগাছা ঝিকরগাছায় ১৭৪টি ভোট কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার, নৌকা মার্কার ভোটার বৃদ্ধির লক্ষ্যে ডাটাবেজ তৈরি এবং কর্মীদের উদ্বুদ্ধকরণে কর্মশালা ও মতবিনিময় সভা করার কর্মসূচি গ্রহণ করেছেন।
এই কর্মসূচিতে প্রত্যেক ভোট কেন্দ্রের নেতাকর্মী তার নিজ নিজ কেন্দ্রের মধ্যে দলীয় কাজ এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রচার করবেন। এই কাজে অগ্রণী ভুমিকা রাখবেন ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণ ভোটাররা। এই কর্মসূচির উদ্বোধন হয়েছে সোনাকুড় প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের কর্মশালার মধ্য দিয়ে।
বৃহষ্পতিবার বিকালে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সস্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির।
তিনি বলেন, আগামীর তরুণদের ভোট নৌকায় হোক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষের শক্তির দিকে ধাপিত করার জন্য আমাদের সকলের সার্বিক সহযোগিতা করতে হবে। তরুণদের জন্য নেতৃত্ব ছেড়ে দিতে হবে। তরুণদের এগিয়ে নেয়ার জন্য তাদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। তরুণদের আগামীর জন্য সম্পদে পরিণত করতে হবে।
সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচালের জন্য বিএনপি অগ্নিসন্ত্রাসের মাধ্যমে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছিল। তিন হাজার ৮০০ যানবাহন, ৫ শতাধিক স্কুল, ভূমি অফিস, মানুষের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দিয়েছিল। বিএনপি এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটানোর চক্রান্ত করছে। যা বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেবে না।
তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতা করলে আ.লীগ মোকাবিলা করবে।
৩নং ওয়ার্ড (সোনাকুড়) আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারদিনা রহমান এ্যানি, মুক্তিযুদ্ধকালীন ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু অশোক দত্ত, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শাহানা খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম আরা চৌধুরী, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। সাবেক উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর।
মাস্টার শুব্রত কুমারের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগ নেতা আকবর হোসেন , উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম মিন্টু, মুনিরুল আলম মিশর, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক শামসুজ্জোহা লোটাস, যুবলীগ নেতা লিন্টু বিশ্বাস, নুরুল হক গাজী, মিলন হোসেন সাদ্দাম, ছাত্রনেতা স্বদেশ রেজা প্রমূখ।

