কেশবপুর প্রতিনিধি: শুক্রবার সন্ধ্যায় কেশবপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী গৌতম রায় এর বিজয় সুনিশ্চিত করতে ৭ নং ওয়ার্ড সুজাপুর-বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
উক্ত কর্মী সমাবেশে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক দ্বীপক মুখার্জি সভাপতিত্বে ও সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায়, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক এম এম কবির হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ,মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, যশোর জেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান জয়, ইউপি সদস্য কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ।
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

