শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নৌকা স্টাইলে চুলের কাটিং

আরো খবর

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:‘আওয়ামী লীগকে ভালবাসি, নৌকাকে ভালবাসি। এজন্য আমাদের মাথায় নৌকা আকৃতির চুলের কাটিং করে আওয়ামী লীগের মিছিলে গিয়ে নৌকা উপহার দিয়েছি।’
কথা গুলো বলছিলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের শালিয়া গ্রামের মো. রনি ও সাকেদ্দা কোলা গ্রামের উমর আলী। রনি রাজমিস্ত্রির কাজ করেন আর উমর আলী একজন ইজিবাইক চালক। তাদের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাদের চুলের কাটিং দেখতে উৎসুক মানুষ তাদের বাড়িতে ভিড় করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের একটি মিছিলে যাওয়ার জন্য তারা এভাবে চুল কাটান। রনি মিছিলের একদিন পর পরিবার ও সন্তানের কথা ভেবে মাথা মুুন করে ফেলেন। তবে নির্বাচন পর্যন্ত এ কাটিংয়েই চুল রাখবেন বলে জানিয়েছেন উমর আলী।
উমর আলী বলেন, ‘আমি আওয়ামী লীগকে ভালবাসি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে আমার কোনো চাওয়া পাওয়া নেই যে শেখ হাসিনা আমাকে কিছু দেবেন, আর আমি সেটা নিয়ে বেঁচে থাকবো। আমি আওয়ামী লীগকে ভালোবেসে মাথার চুল কেটে নৌকা বানিয়েছি।’ এ বিষয়ে রনি বলেন, ‘আমরা দুজনই শেখ হাসিনাকে ভালবাসি। তাই আমরা দুজনে মাথার চুল কেটে নৌকা বানিয়ে মিছিলে গিয়েছিলাম।

এ বিষয়ে হলিধানি ইউনিয়নের ৪ নম্বর কোলা গ্রামের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রসিদ বাউল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে, দলকে ভালোবেসে তারা নৌকা স্টাইলে চুলের কাটিং করিয়েছেন। এটা ভালো লাগার একটি বিষয়।’ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, তারা দুজনই গরিব মানুষ। প্রধানমন্ত্রী ও দলকে ভালোবেসে মাথায় নৌকা বানানোর বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছ।

আরো পড়ুন

সর্বশেষ