শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নৌ সচিব নূরুন্নাহার চৌধুরীর বেনাপোল বন্দর পরিদর্শন

আরো খবর

   বেনাপোল (যশোর) প্রতিনিধি :
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি শুক্রবার  সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে দুপুরে প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সভাপতিত্বে যুগ্ম সচিব মোঃ ফিরোজ আহমেদ, বন্দর পরিচালক মোঃ শামিম হোসেনসহ কাস্টমস, ইমিগ্রেশন, পুলিশ, বিজিবি, এনএসআইসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং যাত্রীসেবা আরও উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
 এর আগে সকালে  তিনি বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব) সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।

আরো পড়ুন

সর্বশেষ