শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ন্যাটোর সদস্যপদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় ইউক্রেন: জেলেনস্কি

আরো খবর

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা নিয়ে স্পষ্ট ও হ্যাঁ-সূচক সিদ্ধান্ত চায় ইউক্রেন। এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের।

মলদোভায় ইউরোপিয়ান নেতাদের এক সম্মেলনে এ কথা বলেন জেলেনস্কি। তিনি বলেন, এ বছরটি হলো সিদ্ধান্তের বছর। ন্যাটোর পক্ষ থেকে আমরা একটি হ্যাঁ-সূচক সিদ্ধান্ত চাই।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের জন্য ভালো সিদ্ধান্ত, গোটা বিশ্বের জন্য ভালো হবে।

তিনি বলেন, এ মহাদেশে শীতল যুদ্ধের (কোল্ড ওয়ার) কোনো স্থান থাকা উচিত নয়।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনকে দেওয়া প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স এবং ফাইটার জেট শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে।

ইউক্রেনের ভূখণ্ড থেকে মাত্র ১২ মাইল (২০ কিলোমিটার) দূরে মলদোভার ওয়াইন অঞ্চলের একটি প্রাসাদে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র এবং ২০টি অন্যান্য ইউরোপীয় দেশের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে মলদোভা।

আরো পড়ুন

সর্বশেষ