রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলের লোহাগড়ায় কৃষককে পিটিয়ে হত্যা

আরো খবর

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় সৈয়দ মুক্তার হোসেন (৪৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার দীঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত সৈয়দ জাফর আলীর ছেলে। রোববার (৩১ জুলাই) সকাল নয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, জমিতে কাজ করতে গ্রামের দিনমজুর মিজানুর রহমানকে ঠিক করেছিলেন মুক্তার হোসেন। গত শনিবার (৩০ জুলাই) সকালে ফসলের মাঠে গিয়ে মুক্তার হোসেন দেখতে পান মিজানুর অন্যের জমিতে কাজ করছেন। এতে ক্ষিপ্ত হয়ে মিজানুরকে বকাবকি করেন মুক্তার হোসেন। ওইদিন সন্ধ্যার দিকে মুক্তার হোসেন বাড়িতে ফেরার সময় তাঁর (মোক্তার) বাড়ির সামনে তাঁকে লাঠিপেটা করেন মিজানুরসহ আরও কয়েকজন। এ সময়ে ঠেকাতে গিয়ে আহত হন মুক্তার হোসেনের ছেলে ইসমাইল (২১)। সেখানের লোকজন মুক্তারকে উদ্ধার করে স্থানীয় দীঘলিয়া বাজারে চিকিৎসা দেন। এরপর রাতে তাঁকে নেওয়া হয় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে রবিবার (৩১ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।##

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ