মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

নড়াইলে ছাত্র-শিক্ষক-সংস্কৃতিকর্মী সমাবেশ অনুষ্ঠিত

আরো খবর

নড়াইল প্রতিনিধি: সাম্প্রদায়িক হামলা ও শিক্ষক লাঞ্ছনা প্রতিবাদে উদীচী খুলনা বিভাগীয় কমিটির আয়োজনে নড়াইলে ছাত্র-শিক্ষক-সংস্কৃতিকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) শহরের শেখ রিজেন্সি গেস্ট হাউজের হলরুমে দুপুরে উদীচীর নড়াইল জেলা শাখার সভাপতি ডাঃ মায়া রানী বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরার উদীচীর প্রতিনিধি আনিসুর রহিম, যশোরের বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ লিয়াকত আলী, মেহেরপুরের সুনীল চক্রবর্তী, চুয়াডাঙ্গার হাবিবি জহির রায়হান, ঝিনাইদহের প্রভাষক স্বপন বাগচি, মাগুরার এ টি এম আনিসুর রহমান, খুলনার আকবর হোসেন, গোপালগঞ্জের নাজমুল ইসলাম, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরদার প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অধিকাংশ ঘটনার পেছনে ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আবার তাদের নিস্ক্রিয়তাও লক্ষ্য করা গেছে। আর এ কাজে স্থানীয় পুলিশ ও প্রশাসন নিস্ক্রিয় ছিল, আবার কোথাও কোথাও যথাযথ ভূমিকা পালন করেনি। এরকম পরিস্থিতিতে মুক্তধারার সাংস্কৃতিক জাগরণ ঘটানো ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ