রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আরো খবর

 

নড়াইল জেলা প্রতিনিধি ঃ
নড়াইলে সদর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা পরিষদের আয়োজনে রবিবার (৩১ জুলাই) বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন নড়াইল পৌসভার মেয়র আঞ্জুমান আরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফাইনালে শিব শংকর সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ ২-০ গোলে আলুকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনালে দক্ষিণ বাগডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ ১-০ গোলে চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিধি সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাত আরা, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সদর উপজেলার বালক ১৫টি ও বালিকা ১৫টি দল এ খেলায় অংশগ্রহন করে।##

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ