নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার ল্েয সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) নড়াইল সদর উপজেলা প্রশাাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা মাদকব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ন কবীর, সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, আনসার ও ভিডিপি সদস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি নিজাম উদ্দিন খান নিলু বলেন, মাদকদ্রব্য থেকে যুব সমাজকে রা করতে হবে এবং যেসব এলাকা থেকে মাদকগুলো আসে সেখানে কঠোর নজরদারীর ব্যবস্থা করতে হবে। মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।##
নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

