রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষ বৃক্ষমেলা উদ্বোধন

আরো খবর

 

নড়াইল প্রতিনিধি ঃ
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ শুরু হয়েছে। শনিবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বেলুন ও কবুতর উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক দীপক কুমার রায়, নড়াইল প্রেসকাবের সভাপতি এনামুল কবির টুকু, সামাজিক বনায়ন নড়াইল জোনের সহকারি বন সংরক্ষক অমিতা মন্ডল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইলের সভাপতি কমরেড অ্যাড. নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. রমা রায়, জেলা নার্সারি সমিতির সভাপতি শরীফ মুনির হোসেন, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নার্সারী মালিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বর গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা এবং সামাজিক বনায়নে উপকারভোগী ৬ জনের প্রত্যেককে ১৪ হাজার ৯০০ টাকা করে মোট ৮৯ হাজার ৪০০টাকার চেক বিতরণ করা হয়।##

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ