নড়াইল জেলা প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পতাকা প্রদক্ষিণ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আজ (বুধবার) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হহেয়ে শহর প্রদিক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবাশীষ রায় চৌধুরী। অন্যান্যের মধ্যে সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
নড়াইলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আনসার-ভিডিপি’র র্যালী

