শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ৫শ’ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

আরো খবর

নড়াইল প্রতিনিধি:‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-উন্নয়নে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে ৫শ’ কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধান বীজ, সার, আগাছা, ছত্রাক ও কীটনাশকসহ ২৭ লক্ষ ২৫ হাজার টাকার ১৬ প্রকার উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল দূপুরে নড়াইল শহরের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা ব্যাংক লিমিটেড এর আর্থিক সহযোগিতায় সিনজেটা বাংলাদেশ লিমিডেট এর স্থানীয় পরিবেশক এসব কৃষি উপকরণ বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মর্তুজা স্বপন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, নড়াইল প্রেসক্লাবে সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল চেম্বার অব কমার্স ও সার ব্যবসায়ী সমিতির (বিএফএ) সভাপতি মোঃ হাসানুজ্জামান, ঢাকা ব্যাংক লিমিটেড এর ফরিদপুর শাখার ম্যানেজার মোঃ কুতুব উদ্দিন, সিনজেটা বাংলাদেশ লিমিডেট এর জোনাল ম্যানেজার মোঃ আছাদুজ্জামান মাসুদ, সাংবাদিক, কৃষিবিদ এবং উপকাভোগিরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ হাজার ৪৫০/-টাকার সার, বীজ, আগাছা, ছত্রাক ও কীটনাশকসহ ১৬ প্রকার কৃষি উপকরণ প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ