শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পণ্যের মান নিয়ন্ত্রণে সকলকে সতর্ক থাকতে হবে-যশোরে জেলা প্রশাসক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এই প্রতিপাদ্য নিয়ে  যশোরে বিশ্ব মান দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যলয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বিএসটিআই ও জেলা প্রশাসন যশোর।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মান নিয়ন্ত্রণে সকলকে সতর্ক থাকতে হবে। নিরাপদ খাদ্য ব্যবস্থা করতে না পারলে নাগরিকরা চড়ম স্বাস্থ্য ঝুকিতে পরবেন। পাশাপাশি পেট্রোল পাম্পের তেল-গ্যাস মাপে পরিমাণ ঠিকমত দিচ্ছে কিনা তার নিয়মিত তদারকি করতে হবে। যে যে উৎপাদিত পন্যের অনুমোদন দেওয়া হয়েছে বা হবে তার নমুনা দেয়ার সময় ও নিয়মিত উৎপাদনে সঠিক মান আছে কিনা তার ও তদারকি করতে বলেন জেলা প্রশাসক।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. ম্মাহমুদুল হাসান বলেন, সু-স্বাস্থ্য নিশ্চিত করতে মান নিয়ন্ত্রণ জরুরী। বর্তমানে প্রায় প্রতিটি খাবারের মধ্যে ভাজাল পাওয়া যাচ্ছে। এদিকে বেশি নজর দেয়া উচিৎ। কারণ ভেজাল খাদ্যের কারণে বর্তমানে মানুষ বেশী অসুস্থ হচ্ছেন। এছাড়া মানহীন ঔষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্ববান জানান তিনি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএসটিআই যশোরের উপপরিচালক প্রকৌশলী আসলাম শেখ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ টুকুন, দৈনিক স্পন্দন নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, যশোর লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ