শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পথ শিল্পাঙ্গন গুণী সম্মাননা পেলেন শৈলকুপার ৫  শিল্পী

আরো খবর

‎‎শৈলকুপা (ঝিনাইদহ)  প্রতিনিধি :

‎ঝিনাইদহের শৈলকুপার ৫ গুণী শিল্পীকে পথ শিল্পাঙ্গন গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে ।

‎ শুক্রবার বিকালে সাংস্কৃতিক সংগঠন পথ শিল্পাঙ্গন এর আয়োজনে শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির প্রকৌশলী ড. গোলাম মোস্তফা মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের  মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।

‎পথ শিল্পাঙ্গন এর সাধারণ সম্পাদক আলমগীর অরণ্যের সঞ্চালনায় এবল পথ শিল্পাঙ্গন এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি ননীগোপাল বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন।

 

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ফরিদ রেজা, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার ও শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শিল্পী শাহীনুর বেগম ফুল।

 

‎সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন-বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী ও গীতিকার ফিরোজ খান নুন, সংগীত শিল্পী ও সংগীত প্রশিক্ষক  সুনীল জোয়ার্দার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী ও প্রশিক্ষক তৌফিকুল ইসলাম মাসুদ,  যশোর- খুলনা অঞ্চলের গুণী নৃত্য শিল্পী ও প্রশিক্ষক সৈয়দ হাবীবুর রহমান সুমন এবং  বাংলাদেশ বেতার ও টেলিভিশনের উপস্থাপক, আবৃত্তিকার, চিত্রশিল্পী এবং জনপ্রিয় ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানের পরিচিতিমুলক একাধিক গানের  গীতিকার মনিরুজ্জামান পলাশ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

আরো পড়ুন

সর্বশেষ