রাজগঞ্জ (যশোর) অফিস ॥
যশোরের মনিরামপুর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক নাজমা খানম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে মনিরামপুরসহ সারা দেশের সড়ক পথের উন্নয়নে জাতির জনকের সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সরকার বৈপ্লাবিক পরিবর্তন করে চলেছে।
১১জুন দেশ রতœ জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ২৫জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর বদলে যাবে মনিরামপুরসহ গোটা যশোর জেলার মানুষের অর্থনীতি। সেই সাথে বহুমূখী উন্নয়নে জীবন-জীবিকারও ব্যাপক পরিবর্তন আসবে। ব্যবসা বানিজ্যের আমুল পরিবর্তন ঘটবে। সবকিছু মিলিয়ে দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন এক মাত্রা।
সেতুটি চালু হলে যশোরসহ এ অঞ্চলের ১৮টি জেলার কয়েক কোটি মানুষের অর্থনৈতিক ও জীবন যাত্রার মানের ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি দক্ষিণপশ্চিমাঞ্চলের যোগাযোগ খাতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে এ সেতু।
এসময় উপস্থিত ছিলেন, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ওসমান গণি, সহসভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক জি.এম.বাবু, যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম রয়েল, সাংগঠনিক সম্পাদক ডা. ইলিয়াস কবির, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মেহেদি হাসান, সাংবাদিক ইলিয়াস হোসেন, ইউনুস আলী ও ইউসুফ আলী প্রমূখ।
