শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পবিত্র কুরআন শরীফ অবমাননা, নড়াইলে কিশোর হামিম গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:

নড়াইলের কালিয়ায় পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে হামিম মোল্যা (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে নড়াগাতি থানার পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর)  বেলা ১১টার দিকে বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবক কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্যার ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে অভিযুক্ত হামিম মোল্যা পবিত্র কোরআন শরীফ অবমামনা করে। এ সময় স্থানীয় কয়েকজন এ ঘটনা দেখে ফেললে সে ওই স্থান থেকে পালিয়ে যায়।

 

 

পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনা জানাজানির পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত ওই যুবকের বিচারের দাবিতে বুধবার সকালে বড়দিয়া বাজারে জড়ো হন।

এর আগে স্থানীয়রা তাকে খুঁজে মারধরের চেষ্টা করলে অভিযুক্ত হামিম মোল্যা বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেয়। পরে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার  করে ।

বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রহিম বলেন, এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

সর্বশেষ