যশোর প্রতিনিধি : পাঁচ দফা দাবিতে যশোর পৌরসভার শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার দুপুরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। যশোর পৌরসভার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল, সাধারণ সম্পাদক কামাল বিশ্বাস, শ্রমিক নেতা হীরণ দাস, সুব্রত দাস, তুষার দাস প্রমুখ। দাবিগুলোর মধ্যে রয়েছে, নগর ও গৃহস্থালী বজ্র সংগ্রহে এনজিওদের সাথে সম্পাদিত চুক্তি বাতিল, অহরিজনদের নিয়োগ বাতিল, সরকার ঘোষিত প্রবিধান অনুযায়ী মজুরি বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ ও শ্রম আইন বাস্তবায়ন।
পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

Previous article
Next article
