পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা।। পাইকগাছায় কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম
পাকানোর অপরাধে ৩ আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ২৪ ক্যারেট আম বিনষ্ট করেছে।জানা যায়, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন সোমবার রাতে উপজেলার কপিলমুনি ঢাকা গামী পরিবহনে অপরিপক্ক পাকা আম ঢাকায় নিয়ে যাচ্ছে।
এ খবর শুনে উপজেলা স্যানেটারি ইনেসপেক্টর উদয় মন্ডল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন কে নিয়ে অভিমান চালিয়ে ৩ ব্যাবসায়ী উপজেলার গোপালপুর গ্রামের সোবহান কে ১৫ হাজার টাকা,চেচুয়া গ্রামের এরশাদ কে ১০ হাজার টাকা এ সরল গ্রামের লতীফ কে ৫ হাজার টাকা জরিমানা করে ২৪ ক্যারেট আম কেরোসিন দিয়ে ও বাসের চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন
পেশকার ইব্রাহিম ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
স্বাস্থ্য সুরক্ষায় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন জানান।

