শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় অপরিপক্ক পাকা আম নষ্ট, ৩০ হাজার টাকা জরিমানা আদায়

আরো খবর

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা।। পাইকগাছায় কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম
পাকানোর অপরাধে ৩ আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ২৪ ক্যারেট আম বিনষ্ট করেছে।জানা যায়, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন সোমবার রাতে উপজেলার কপিলমুনি ঢাকা গামী পরিবহনে অপরিপক্ক পাকা আম ঢাকায় নিয়ে যাচ্ছে।
এ খবর শুনে উপজেলা স্যানেটারি ইনেসপেক্টর উদয় মন্ডল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন কে নিয়ে অভিমান চালিয়ে ৩ ব্যাবসায়ী উপজেলার গোপালপুর গ্রামের সোবহান কে ১৫ হাজার টাকা,চেচুয়া গ্রামের এরশাদ কে ১০ হাজার টাকা এ সরল গ্রামের লতীফ কে ৫ হাজার টাকা জরিমানা করে ২৪ ক্যারেট আম কেরোসিন দিয়ে ও বাসের চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন
পেশকার ইব্রাহিম ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
স্বাস্থ্য সুরক্ষায় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন জানান।

আরো পড়ুন

সর্বশেষ